গোয়াইনঘাটে এফআইভিডিবির সভা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৮:২৬:৫৯ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে এফআইভিডিবির ডব্লিউএলসি আর প্রকল্পের উদ্যোগে ২৭ জানুয়ারী দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রতনকুমার অধিকারির সভাপতিত্বে প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য (এসডিএমসি) ও স্টুডেন্ট কাউন্সিলের (এসসি) শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল দুটির সেইফটি প্লানের আওতায় বিদ্যমান ঝুঁকি নিরসনের উদ্দেশ্যে এই এডভোকেসি ওয়ার্কসপের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের বিভাগীয় কো-অডির্নেটর গোলাম মোস্তফা, ইউনিয়ন মবিলাইজার আলিম উদ্দিনসহ প্রমুখ।