শাল্লায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৮:২৮:০৯ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থা নামে একটি সংগঠন। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সহায়তা উপজেলার আটগাঁও গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সংস্থার নির্বাহী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, কৃষকদলের আহবায়ক মাহতাব মিয়া, সাবেক ছাত্রশিবির নেতা মিনহাজুল ইসলাম ী সাংবাদিক আনোয়ার হোসাইন প্রমুখ।