সিলেট সীমান্তে ৬১ লাখ ১ টাকার চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৯:২৫:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। সোম ও মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান।
বিজিবি সূত্র জানিয়েছে, গত ২ দিনে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, পান্থুমাই, মিনাটিলা, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক এবং নোয়াকোট বিওপি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কমলা, চিনি, হোয়াইট টোন ক্রিম, শুটকি, শীতের কম্বল, মেহেদী, জিরা, কিসমিস, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। যার বাজারমূল্য ৬০ লক্ষ ৯৩ হাজার ৮০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে।