কুলাউড়ায় ‘সাঁঝবেলা’র প্রকাশনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৬:৫৭:৪৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রাজনীতিবিদ ও লেখক শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন বই ‘সাঁঝবেলা’-এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরস্থ দক্ষিণ বাজার এলাকার একটি হলরুমে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন।
ড. রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কবি ইব্রাহিম খলিল ও শহিদুল ইসলাম তনয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুর রকিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম আয়েশা সিদ্দিকা, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, কবি মোস্তফা মহসিন, তৈমুল হোসেন খান, শেলুর রহমান, তাহেরুন্নেসা চৌধুরী বিনা, আবু সুফিয়ান প্রিন্স, শফিক মিয়া আপিয়ান, নিমাল্য মিত্র সুমন, কদরুল হক মারুফ, অমলেন্দু চক্রবর্তী বিপুল, অধ্যাপক গিয়াস উদ্দিন বাবলু, প্রভাষক খালিক উদ্দিন, অপূর্ব শর্মা, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, ওয়াহিদ মুরাদ, সাংবাদিক মুক্তাদির হোসেন, স্বপন দেব রতন, নাজমুল বারী সোহেল প্রমুখ।
সভার পূর্বে অতিথিরা শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন বই ‘সাঁঝবেলা’-এর প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।