ছাতকে মানবপাচারকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৭:০১:৫৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে শিপন আহমদ নামের মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের ওয়াব আলীর ছেলে।
জানা যায়, জেলার জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামের সিতাব খানের ছেলে তাজুল ইসলামকে তুরস্ক থেকে গ্রীসে পাঠানোর কথা বলে সাড়ে ৬ লাখ টাকা নেয় তুরস্ক প্রবাসী লুৎফুর রহমান। সে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। নগদ আড়াই লাখ ও ইসলামী ব্যাংকের চেকের মাধ্যমে ৪ লাখসহ মোট সাড়ে ৬ লাখ টাকা নেওয়া হয়। নিরাপদে গ্রীস পৌঁছানোর কথা বলে টাকা নিলেও তাকে পৌঁছায়নি লুৎফুর রহমান। সম্প্রতি তাজুল ইসলামকে তুরস্ক থেকে গ্রীসে পাঠানোর নামে অজ্ঞাতনামা মানবপাচারকারী চক্রের সদস্যদের হাতে তুলে দিয়ে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লুৎফুরসহ তার সহযোগিরা। পরবর্তীতে দেশ থেকে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দিলেও আজ পর্যন্ত সন্তানের খোঁজ খবর পাচ্ছেন না তার পরিবার। ছেলের সন্ধান আর ৭ লাখ টাকা ফেরত চেয়ে লুৎফুর রহমানের বাগইনের বাড়িতে গিয়েও কোন সদুত্তর পাননি তাজুল ইসলামের পিতা সিতাব খান। অবশেষে মৃত জমশেদ আলীর ছেলে লুৎফুর রহমান, তার ভাই ফয়জুর রহমান ও খলিলুর রহমান এবং ওয়াব আলীর ছেলে শিপন আহমদের বিরুদ্ধে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালত সুনামগঞ্জে মামলা দায়ের করেন নিখোঁজ তাজুল ইসলামের পিতা সিতাব খান। এ মামলার প্রেক্ষিতে সোমবার রাতে ৪ নম্বর আসামি শিপন আহমদকে গ্রেফতার করে থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম। গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান বলেন, মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।