সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৭:২৯:০৯ অপরাহ্ন
বজলুর রহমান, দোয়ারাবাজার: ছাতক থেকে জেলা শহর সুনামগঞ্জে যাতায়াতের প্রধান সড়কে গত দুই বছর থেকে ব্রিজের মুখে বড় গর্ত থাকায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিনই জেলা শহরে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এই গর্তের মধ্যে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা পয়েন্টের পাশে অবস্থিত এই ব্রিজ। ছাতক থেকে সুনামগঞ্জ যাতায়াতের একমাত্র রাস্তা এটি। বিগত দুই বছর আগে ব্রিজের মুখে গর্ত সৃষ্টি হয় কিন্তু সংস্কার না করায় ছোট গর্তটি বড় আকার ধারন করেছে। গর্তে বাশের খুঁটি দিয়ে এলাকাবাসীর পক্ষে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
ওই ব্রিজের দুই পার্শ্বে বড় একটি খাল রয়েছে। বন্যা ও বৃষ্টিজনিত কারণে সড়কটির মাটি সরে গিয়ে ব্রিজের নিম্নাঞ্চলে ফাটল ধরায় ব্রিজের মুখে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে যান চলাচলে বড় ধরণের দুর্ঘটনা হওয়ার সম্ভবনা বেশি রয়েছে। এলাকাবাসীর দাবী, দ্রুত সময়ের মাধ্যমে ব্রিজটি মেরামত করা জরুরি।
সিএনজি চালক সেন্টু দাস বলেন, প্রতিদিন এই সেতুতে ঝুঁকি নিয়ে গাড়ী চালাতে হয়। এক প্রান্ত থেকে গাড়ী নিয়ে আসলে অপর প্রান্তের গাড়ী পারাপারে অনেক সমস্যার সৃষ্টি হয়। রাতের বেলা পারাপারে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গত কিছুদিন আগে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ বলেন, উপরমহল থেকে তথ্য চাওয়ার পর বিভিন্ন প্রকল্পে তথ্য দেওয়া হয়েছে আসা করছি দ্রুত সংস্কার হবে।