সুনামগঞ্জে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৭:৩১:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ৫শত শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় ট্রেড ইউনিয়ন সংঘ ও জেলা পরিষদের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জ খবর সম্পাদক পংকজ দে, দৈনিক প্রথম আলোর সুনামগঞ্জ নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান, কবি ইকবাল কাগজী, অব: সেনা কর্মকর্তা গোলাম রাব্বানী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সহসভাপতি কবি সৌরভ ভূষন দেব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল প্রমূখ।