কাউয়াদিঘী হাওরে জলজ বৃক্ষরোপণ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৮:০০:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী বলেছেন, ধান বেগুন ঢেড়েস ও গমকে পঞ্চবিহী জাতের ধানে রূপান্তর করেছি। অন্যান্য ফসলকে পঞ্চবিহী করতে না পারলেও তৃবিহী ও চতুর্বহী করার কাজে আমরা নিয়োজিত রয়েছি। বুধবার জেলার রাজরনগর উপজেলার রক্তা এলাকার কাউয়াদিঘী হাওরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন তিনি।
কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের আহবায়ক আসম সালেহ সোহলের সভাপতিত্বে সদস্য সচিব এম খছরু চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এমএ আহাদ, মাওলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, আবেদ চৌধুরীর গবেষণা কর্মকর্তা তাহমিদ আনাম চৌধুরী, কৃষি উদ্যোক্তা সায়মন রূম্পা, বাসদ নেতা বদরুল হোসেন, আলমগীর হোসেন, মোঃ মোকাম্মিল হক, মোঃ আবুল হাসনাত ও বিপ্লব ধর প্রমূখ।
ডক্টর আবেদ চৌধুরী বলেন, আমার আবিস্কারের এ পঞ্চবিহী বীজ মাঠে এসে গেছে। আমার নিজ এলাকা কুলাউড়া উপজেলা থেকে ছড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘যেটাকে রেডিয়েটিং এওয়ে’ বলছি, আমার এলাকা থেকে পাশের গ্রামে যাবে। পরবর্তীকালে এসব গ্রামের সংখ্যাগুলো আরও বেড়ে যাবে। বৃহত্তর কুলাউড়াকে টার্গেট করে আমরা কাজ করছি।