কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৮:৩৬:৫৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সাংবাদিকরা সবসময় চ্যালেঞ্জের মুখে দায়িত্ব পালন করেন। অনেক পত্রিকা কোনো সম্মানী ছাড়াই কাজ করায়। তবুও সমাজের অসংগতি ও দুর্নীতি তুলে ধরতে বিনা সম্মানীতে কাজ করেন সাংবাদিকরা। কোম্পানীগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাংবাদিকদের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোম্পানীগঞ্জের সাংবাদিকরা অত্যন্ত দক্ষতা, সততা ও মেধার সাথে কাজ করে যাচ্ছেন।
বুধবার ভোলাগঞ্জ সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত ২০২৫-২৬ সেশনের কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সহযোগিতা আর শ্রদ্ধা ভালবাসার মাধ্যমে প্রেসক্লাবের অতীত ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান। সাংবাদিকদের যেকোনো সমস্যায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন আগত অতিথিরা।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমানের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি আব্দুল মুছাব্বির, কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাসুম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্ত সিলেট অফিসের এমজেএইচ জামিল, দৈনিক আজকের পত্রিকার সিলেট ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আব্দুলাহ আল মামুন, আরটিসি গ্লোবাল স্টাডি অ্যান্ড কনসালটেন্সির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদ, শিক্ষক নেতা মাস্টার আবুল খাঁয়ের, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রজন আহমদ, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ফখরুল ইসলাম মাসরুর, কোম্পানীগঞ্জ উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুর রহমান, ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভূইয়া, ব্যবসায়ী শাহাবুদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবীব আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র দলের সদস্য সচিব ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নুর আহমদ, সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক এখলাছ আহমদ, কোছাকের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব প্রমুখ।