আশ্বাসের প্রতিফলন নেই : সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৫, ৯:২৩:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিমান চেয়ারম্যানের আশ্বাসের প্রতিফলন ঘটলো না। এয়ারাক্রাফট স্বল্পতা ও হজ ফ্লাইটের অজুহাত দেখিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রাকে ‘নির্বিঘœ ও স্বাছ্যন্দ্যময়’ করতে প্রতি বছরের মত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে বিমান। সেজন্য বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে।
এর অংশ হিসেবে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
হজ ফ্লাইট শেষে ১১ জুলাই থেকে আগের ন্যায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে বলেও জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে ১১ জুলাইয়ের পর এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।
যেসব যাত্রী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট কিনেছেন, তারা চাহিদা অনুযায়ী কোন বাড়তি খরচ ছাড়াই রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন। অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন।
সেই সঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুট ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে পরিবর্তন করতে পারবেন বিনা খরচে। ফিরতি রুটের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
গত সপ্তাহে এ ফ্লাইট বন্ধ হবে না বলে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে আশ্বস্ত করেছিলেন বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।