কুলাউড়ায় চাইল্ড কেয়ার হোমসের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৬:০৩:৪১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় চাইল্ড কেয়ার হোমসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এনজিও সংস্থা প্রচেষ্টার পরিচালিত চাইল্ড কেয়ার হোমসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রাণী দেব।
হোমসের অধ্যক্ষ শিউলি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টার হামিদুল ইসলাম, অভিভাবক মো. মশকুর রহমান চৌধুরী, সৈয়দা তাসলিমা জান্নাত, সাবেক ইউপি মেম্বার ময়ূব হোসেন সরদার প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।