যারা আ’লীগের দালালী করেছে বিএনপির কমিটিতে যেন না আসে : নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৬:২৮:২৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। তিনি বলেন, এই ফ্যাসিস্ট হাসিনার আ’লীগ ও তাদের দোসরদের সাথে যেসব বিএনপির পদধারীরা অতীতে দালালি করেছিল, তারা যাতে কোনভাবেই বিএনপির কোনো পর্যায়ের কমিটিতে আসতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরে রোটারি ক্লাব আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।এম নাসের রহমান বলেন, আ’লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারীনি হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। নির্বিচারে গণহত্যা চালিয়ে আ’লীগ দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের গুম খুন গণহত্যা চালিয়েছে। তাই ফ্যাসিস্ট দল হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার হারিয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শাহাব উদ্দিন ও পৌর বিএনপি নেতা মুসাব্বির আলী মুন্না প্রমূখ।