পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদে ওয়াজ কাল
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৬:২৯:১৫ অপরাহ্ন
পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল ৩১ জানুয়ারী শুক্রবার মসজিদ প্রাঙ্গনে বাদ জুমআ’ থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে। এতে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করবেন মাওলানা মুফতি বশির আহমদ বি-বাড়িয়া। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ করবেন মাওলানা নাজমুদ্দীন ক্বাসিমী-নাইওরপুল, মাওলানা সিরাজুল ইসলাম-জামেয়া দারুল হুদা, মাওলানা তৈয়্যিবুর রহমান-লাফনাউট, মাওলানা বাহাউদ্দীন-সিলেট।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন বায়তুন নূর জামে মসজিরেদ ইমাম ও খতিব মাওলানা নূর আহমদ ক্বাসিমী। ওয়াজ মাহফিলে সর্বস্তরের মুসল্লীদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন মসজিদের মোতোওয়াল্লী মাসুক আহমদ ও সেক্রেটারি মোঃ ফয়েজ উল কয়েস। বিজ্ঞপ্তি