সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে করার দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৬:২৬:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরের সুবিধাজনক স্থানে স্থাপনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন সুনামগঞ্জ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অতিথি ভবনে আন্দোলনের সদস্য সচিব এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মুনাজ্জির হোসেন সুজনের নেতৃত্বে অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, সুবিপ্রবির জন্য প্রস্তাবিত বা নির্ধারিত দেখার হাওরটি অত্র জেলার একটি সুবিশাল হাওর। এখানে বিপুল পরিমাণ বোরো ধান উৎপাদনসহ এটি মিঠা পানির মাছের একটি বড় উৎস। এই হাওরের পাশ ঘেঁষেই সুনামগঞ্জ-সিলেট সড়কটি অবস্থিত. যেখানে ইতোমধ্যে স্থাপিত হয়েছে মেডিক্যাল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এখন যদি সুবিশাল বিশ্ববিদ্যালয়ের ভবনাদি নির্মিত হয় তাহলে হাওরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় সাংঘাতিক বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাসহ পানি নিষ্কাশনের তীব্র সংকট দেখা দিবে। তাই বিশিষ্টজন ও বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি দেখার হাওরের পরিবর্তে অন্যত্র, প্রধানত জেলা শহরের সন্নিকটে স্থাপন করার পক্ষে দাবি জানানো হয়।
এসময় বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। এসময় আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেনসহ শিক্ষকবৃন্দ।