আম্বরখানা গার্লস স্কুলে সিরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৬:৩৪:০১ অপরাহ্ন
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দী। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে সিরাতুন্নবী (স.) মাহফিল শুরু হয়। সিনিয়র শিক্ষক মো: আবুল কালামের সঞ্চালনায় প্রধান বক্তা মহানবী (স.) ও আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি শিক্ষার্থীদের বিশ্বনবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করতে উদ্বুদ্ধ করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, সিনিয়র প্রভাষক মহররম আলী, প্রাক্তন শিক্ষক রেহেনা বেগম ও সহকারী শিক্ষক মো আব্দুল করিম শেখ এবং অভিভাবক সদস্য মো: সিরাজ উদ্দিন। এছাড়া মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত ক্বিরাত, ইসলামী সঙ্গীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান বক্তা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উপস্থিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি