কুলাউড়ায় আজিজুননেছা চৌধুরী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৭:০৩:৫৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজীপুরে ট্রাস্টের ভবনে ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ট্রাস্টের আজীবন পরিচালক পতনউষার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং তোয়েল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এহছানুল বারী চৌধুরী সেলিম, ট্রাস্টের পরিচালক, নয়াবাজার কেসি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, পাইকপাড়া এম এ আহাদ কলেজের অধ্যক্ষ মো. হানিফ, হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত প্রমুখ। সভাশেষে ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে ১ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়।