জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড’র পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৫, ৮:২৬:০৩ অপরাহ্ন
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, মানুষকে আলোকিত করতে মক্তবের মাধ্যমে কুরআনের শিক্ষা দিতে হবে। এ জন্য পাড়া মহল্লায় মক্তব শিক্ষা নিশ্চিত ও জোরদার করতে হবে। যারা মক্তবে কুরআন পড়ান তারা আল্লাহ তাআলার ওলী।
তিনি বৃহস্পতিবার ঢাকাদক্ষিণ সরকারি হাসপাতাল মাঠে দুপুর ১২ টা থেকে মাগরিব পর্যন্ত জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
মক্তব বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ ও হাফিজ নাইম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদরাসা শিলঘাটের মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল মতিন নাদিয়া, জামিয়া ইসলামিয়া বারকোটের সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মনসুর আহমদ, জালালাবাদ ইমাম সমিতি গোলাপগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন কাসেমী, সহ সভাপতি মাওলানা খাইরুল আমীন মাহমুদী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন গোলাপগঞ্জ উপজেলার সুপারভাইজার মাওলানা আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।
আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হান্নান পাকিস্তানি, মাওলানা আজিজুর রহমান, হাফিয মাওলানা খলিলুর রহমান, মাওলানা বোর্ডের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফাজ্জল করীম, সহ সভাপতি মাওলানা ছয়ফুল আলম জিহাদি, সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিমুদ্দীন, সিনিয়র সদস্য মাওলানা ছফির উদ্দিন, মাওলানা মাশুক উদ্দিন, মাওলানা শামসুদ্দিন, হাফেজ আইন উদ্দিন, হাফিজ মিনহাজুল ইসলাম সায়েক, হাফিজ ইমরানুল হক তাহের, হাফিজ সাহেল আহমদ প্রমুখ।
পুরস্কার বিতরণ সভায় ইউনিয়নের ১৬টি মক্তবের প্রায় তিনশত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মক্তব সমাপনী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি