আখলাক চৌধুরীর কুলখানি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৬:২৬:০৪ অপরাহ্ন
সিলেট গণদাবী পরিষদের সাবেক সভাপতি আখলাক আহমদ চৌধুরীর কুলখানি সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমআ’ নগরীর জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ, দোয়া ও প্রায় ৪০০ এতিমকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এ সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ইমাম ও খতিব হাফেজ মনজুর আহমদ।
আখলাক চৌধুরীর বড়ছেলে যুক্তরাজ্য প্রবাসী ইফতেখার আহমদ চৌধুরী (রাজু) জানান, তার বাবার রুহের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কোরআনে খতম ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় টাকা দান করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মাদ্রাসায় এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, মরহুম আখলাক চৌধুরী কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর দ্বিতীয় মেয়ের শ্বশুর। বিজ্ঞপ্তি