রাষ্ট্রযন্ত্রের রন্দ্রে রন্দ্রে ফ্যাসিবাদের দোসররা বসে আছে : কাহের শামীম
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৬:৪১:২০ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন নিশ্চিত হলেও নিঃশ্বেষ হয়ে যায়নি। রাষ্ট্রযন্ত্রের রন্দ্রে রন্দ্রে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। এজন্য সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শেওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা সহ-সভাপতি আতাউর রহমান তালুকদার, অহিদ তালুকদার, হারুন রশিদ, সৈয়দ মোয়াজ্জেম, ফয়ছল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, হুমায়ুন কবির আকিল, উপজেলা সদস্য আব্দুর রব খান, শেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান নাসির ও সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম (মেম্বার)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক জাকারিয়া আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি