গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:০২:৪৩ অপরাহ্ন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৪টি জেলার ৪১ টি উপজেলায় দ্বিতীয় ধাপের গ্রামভিত্তিক ভিডিপি (পুরুষ ও মহিলা) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজার সদর, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন আনসার সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদেরকে সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করেন। ভিডিপি সদস্য হিসেবে আনসার ও ভিডিপি ক্লাবের সদস্য হয়ে যৌথ উদ্যোগ নিয়ে নিজেদের ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য সবাইকে আহবান জানান। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রশিক্ষণের নতুন যুগোপযোগী সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করেছেন। যাতে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
সমাপনী অনুষ্ঠানে সার্বিক মূল্যায়নের মাধ্যমে পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, মৌলভীবাজারের জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি