বর্ডার গার্ড পাবলিক স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:১১:৪৮ অপরাহ্ন
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার বিকাল ৩ টায় আন্তঃ হাউস সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি বিভিন্ন গ্রুপে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ৪৮ বিজিবি লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি, মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত পরিচালক অপস্, বিজিবি সিলেট সেক্টর। এতে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ, অতিথিবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।
শেষে বিজিপিএসসি শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী ফিওনা সরকার ও প্রয়াস চৌধুরী। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র শিক্ষক নিখিল রঞ্জন মজুমদার, সহকারি শিক্ষিকা শাশ্বতী চক্রবর্তী ও শিউলী সমাজপতি ও জ্যেষ্ঠ প্রভাষক জনি তালুকদার। বিজ্ঞপ্তি