বর্ডার গার্ড পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:০৪:৫৪ অপরাহ্ন
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটে বৃহস্পতিবার সকাল ১০ টায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং ৫ম শ্রেণিতে সরকারি বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের এই ফলাফলের জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই বড় কথা নয়। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠাই মূখ্য বিষয়।
অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সাথে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২২৮ জন এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ জন, ২০২২ সালে ৫ম শ্রেণিতে সরকারি বৃত্তিপ্রাপ্ত ২৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
কেজি শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অভ্যন্তরীণ পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ৩৫জন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতি থাকায় ১৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও অত্র প্রতিষ্ঠান হতে ৩ জন শিক্ষার্থী সাদমান সাকিব চৌধুরী সরকারী এমএজি ওসমানি মেডিকেল এবং মাহাদী রাব্বানী ও সনু নিগাম সনেট কুয়েটে ভর্তি হওয়ায় তাদেরকেও পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি