কলাবাড়ী ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:৪০:০০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে তারেক-শিপন জুটি ও জাকির-সোহান জুটির মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে তারেক-শিপন জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনাল খেলায় চ্যাম্পিয়নদের প্রথম পুরষ্কার হিসেবে একটি এলইডি টিভি ও রানার্সআপদের ২টি মোবাইল পুরষ্কার হিসেবে দেওয়া হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাবাড়ি স্পোটিং ক্লাবের সভাপতি আমিনুল আহমদ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, অফিস সম্পাদক ফখর উদ্দিন, সহ সভাপতি জালাল আহমদ, সেলাল আহমদ, ১ম পুরস্কার দাতা শুকুর মাহমুদ, নুর আলম, কলাবাড়ি স্পোটিং ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সদস্য শিমুল, জাকির, আল আমিন, দেলোয়ার, মামুন, জিদান বাশার প্রমুখ।