জগন্নাথপুরে ছাত্রলীগের সহসভাপতি সহ ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:৪২:০৬ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ছাত্রলীগের সক্রিয় সদস্যসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শ্রীরামসী গ্রামের ছমক আলীর ছেলে মাহবুব হোসেন মেম্বার (৩৮) ও একই গ্রামের ছাত্রলীগের সক্রিয় সদস্য মির্জা আমিনুল হকের ছলে মির্জা মাসুম হোসেন (৩০)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন বলেন, থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।