দেশে আইন থাকলেও প্রয়োগ নেই
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:৪২:২০ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: বাংলাদেশে স্বাধীনতার পর বহু আইন প্রণয়ন করা হলেও বাস্তবায়নের হার তুলনামূলকভাবে কম। আইন প্রণয়নের পাশাপাশি যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে গবেষণা ও বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম আমিনুল ইসলাম বলেন, বিশ্বব্যবস্থা, রাজনীতি ও সমাজ দ্রুত পরিবর্তনশীল। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর নানা রাজনৈতিক পরিবর্তন এসেছে, এখন বিশ্বায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। গণতান্ত্রিক কাঠামোর ভেতরে বিশেষ বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে অভিবাসনের হার বেড়ে চলেছে, যা আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করছে। তাই দেশের স্থিতিশীলতার জন্য গবেষণাভিত্তিক আলোচনা ও রাজনৈতিক সংলাপ অপরিহার্য।
সম্মেলনের মূল বক্তা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান বলেন, স্বাধীনতার পর দেশে বহু আইন প্রণয়ন করা হলেও কার্যকর প্রয়োগ হয়নি। ফলে অগণতান্ত্রিক কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি। তিনি বলেন, দেশে রাজনৈতিক চর্চা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। ইস্যুভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ ও গবেষণা জরুরি, যা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্মেলনে সভাপতিত্ব করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, রাজনীতি, সমাজ ও উন্নয়ন পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এসব ক্ষেত্রে কাঙ্খিত পরিবর্তনের জন্য রাজনৈতিক আলোচনার পাশাপাশি গবেষণাও অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং হুই, যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ও বাংলাদেশের গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদরিস এবং ইতালির স্কোলা নরমালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোমানে কাওকি।
সম্মেলনের আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক অধ্যাপক দিলার রহমান এবং সদস্যসচিব অধ্যাপক জায়েদা শারমিন। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান।
দুই দিনব্যাপী এ সম্মেলনে দুটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি চীন, হংকং, ইতালি, মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালের গবেষকরা এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এই সম্মেলনে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকরা তাঁদের অভিজ্ঞতা ও গবেষণা শেয়ার করবেন। এর মাধ্যমে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া ও নীতিগত সুপারিশ উঠে আসবে, যা সরকার ও উন্নয়ন সংস্থার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।