শাবি ‘বঙ্গবন্ধু হল’ এখন ‘বিজয়-২৪ হল’
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:৪৮:২৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা ‘বিজয়-২৪ হল’ নামকরণ করেছে।বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক সরিয়ে নতুন ব্যানার টানিয়ে দেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে চলমান বিক্ষোভের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই নাম পরিবর্তনের উদ্যোগ নেন।
নাম পরিবর্তনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের দাবি, ‘বিজয়-২৪ হল’ নামকরণের মাধ্যমে তারা শাবিপ্রবির ছাত্র আন্দোলনের ইতিহাস ও জুলাই বিপ্লবের স্মৃতিকে অমলিন রাখতে চেয়েছেন।
শিক্ষার্থীরা জানান, ‘ফ্যাসিস্ট হাসিনার লক্ষ্য ছিল এ দেশে পরিবারতন্ত্র কায়েম করা। দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহিদ ও আহত ভাইদের স্মরণে ‘বিজয়-২৪’ নামকরণ করেছি।’
তারা আরো বলেন, এই উদ্যোগ একটি প্রতীকী প্রতিবাদ, যা প্রতিষ্ঠানের নামকরণে শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব এবং আন্দোলনের চেতনাকে তুলে ধরতে নেওয়া হয়েছে।