প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র মজলিসের ছাত্র সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৮:৩৯:১৮ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরীর উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে নগরীর দরগাগেইস্থ শহীদ সোলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে কোরআনের বিধান মোতাবেক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। উদ্দেশ্য হচ্ছে ইহকালীন কল্যাণ ও পরকালের মুক্তির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইসলামী ছাত্র মজলিসসহ অন্যান্য ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতন ঘটিয়েছে, এদেশ থেকে বিতারিত করেছে। যদি নতুন করে পুনরায় কোনো গোষ্ঠী চক্রান্ত করে, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকার এদেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার, ডা: ফয়জুল হক, সাবেক শাবিপ্রবি শাখার সভাপতি খসরুল আলম, সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, সাবেক পূর্ব জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান খান, সিলেট মহানগর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ। বিজ্ঞপ্তি