সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন কাল
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৮:৪২:২৭ অপরাহ্ন
প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
দিরাই প্রতিনিধি: শনিবার সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতাকর্মীদের মাঝে। গত দুই সপ্তাহ ধরে সম্মেলন সফল করতে জেলার বিভিন্ন উপজেলা সদরসহ উল্লেখযোগ্য হাট বাজারগুলিতে মিছিল মিটিং সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা।
জেলা শাখা আয়োজিত শনিবার সকাল দশটায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠের (বালুর মাঠ) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
জামায়াতের এই কর্মী সম্মেলন সফল করার জন্য শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর, দিরাই উপজেলা সদরসহ জেলার সর্বত্রই শত শত দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে মোটর শোভাযাত্রার মাধ্যমে স্বাগত মিছিল করা হয়। গত বৃহস্পতিবার জেলা জামায়াতের উদ্যোগে সুনামগঞ্জের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান শনিবারের কর্মীসম্মেলনে সুনামগঞ্জে সর্বকালের বৃহৎ জমায়েত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মেলন সফল করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হবে কর্মীসম্মেলন।
সম্মেলনকে কেন্দ্র করে পোষ্টার ব্যানারসহ অতিথিদের স্বাগত জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তোরণ নির্মাণ করে সুসজ্জিত করা হয়েছে। এদিকে, সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনকে সফল করতে শুক্রবার সকাল থেকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় ও প্রচার প্রচারণার কাজ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সকাল ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে সুনামগঞ্জ শহরে বসবাসরত শাল্লা উপজেলার নাগরিকদের নিয়ে গঠিত শাল্লা উপজেলা সমিতির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় সুনামগঞ্জস্থ শাল্লা সমিতির সভাপতি তাপস রঞ্জন তালুকদার, উপদেষ্টা রানা রঞ্জন তালুকদার, বাহারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, এডভোকেট খোরশেদ আলম, সহকারী অধ্যাপক রজত কান্তি রায়, প্রদ্যোত কুমার মজুমদার, দিলিপ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন শিশির মোহাম্মদ মনির। এসময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ইমনদ্যোজা আহমদসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।