ভারতীয় মদসহ ডিবির হাতে আটক ১
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৯:০৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কোম্পানীগঞ্জ রোড থেকে ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন এ্যাডভ্যাঞ্চার ওয়াল্ড পার্কের সামনে কোম্পানীগঞ্জ টু সিলেট সড়কে চেকপোষ্ট করার সময় দুতালা বিআরটিসি বাস থেকে যাত্রিদের নামিয়ে তল্লাশি করে ডিবি পুলিশ। তখন একজন কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তার নাম বিজয় দাস (২৮)। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জাহানপুর গ্রামের জয় শংকর দাসের ছেলে। এসময় তার কাছ বিভিন্ন জাতের ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।