সুবিদবাজারে ময়লার স্তুপে বিদেশী পিস্তল
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৯:০০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ময়লার স্তুপ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুবিদবাজার বনকলাপাড়াস্থ নুরানী ১০৬/৩ নং বাসার পাশে বাউন্ডারিবেষ্টিত ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। এটি দীর্ঘদিনের পুরনো ও মরিচা ধরা ছিল বলে জানা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্র জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল গিয়ে পিস্তলটি উদ্ধার করে। এটি কালো রঙের এবং মরিচা ধরা। অস্ত্রটির গায়ে মেইড ইন ডব্লিউ জার্মানী লিখা রয়েছে। মরিচা ধরার কারণে অস্ত্রটি কক হয় না এবং ট্রিগারও কাজ করে না। এছাড়া বাটের প্লাস্টিক অংশও পিস্তলের সাথে যুক্ত ছিল না বলে জানিয়েছেন পুলিশ।