বিদেশী মদসহ র্যাবের অভিযানে আটক ২
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৯:০৯:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন দিঘলী কালীদাসপাড়া অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ছাতকের দিঘলী রামপুর গ্রামের মৃত নজির মিয়ার পুত্র নোমান মিয়া (২৮) ও সাহাব উদ্দিনের পুত্র রিমন আহমদ (১৯)।এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল। তিনি জানান, আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।