সাংবাদিক তুরাব হত্যা মামলা তদন্তে আইসিটি প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৯:১১:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবে সিলেটে পুলিশের গুলীতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যা মামলা তদন্তে মাঠে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি)। তদন্তের অংশ হিসেবে আইসিটির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সিলেট সফর করেছেন।
তিন সদস্যের এ প্রতিনিধি দল গত বছর ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্ত করেন। তারা মামলা সম্পৃক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। সাংবাদিক তুরাব হত্যাকান্ডস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধি দল সিলেট সার্কিট হাউসে পৌঁছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল তারেক আবদুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আইটি এক্সপার্ট রাকিব মুহাম্মদ ও তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম।
আইসিটি প্রতিনিধি দলের নেতৃবৃন্দ জানান, সাংবাদিক তুরাব হত্যা মামলা পিবিআই থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে স্থানান্তরের লক্ষ্যেই আইসিটি প্রতিনিধি দল এই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে আইসিটি প্রতিনিধি দল নেতৃবৃন্দের সাথে সিলেট সার্কিট হাউসে তুরাব হত্যা মামলার বাদী আবুল আহসান মুহাম্মদ আজরফ (জাবুর), সাক্ষী দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক জালালাবাদ এর স্টাফ ফটো গ্রাফার হুমায়ুন কবির লিটন ও পিবিআই’র তদন্ত কর্মকর্তা মুরছালিনের সাথে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন।
এছাড়াও তুরাব হত্যাকান্ডের সময় ঘটনাস্থলে থাকা ফটো সাংবাদিক মাহমুদ ও মুহিতের সাথে কথা বলেন আইসিটি প্রতিনিধি দল। তাদের ধারণকৃত ভিডিও ফুটেজ, তাদের অবস্থান, বক্তব্য ও কার্যক্রম গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দল।