মেঘ ও কুয়াশা ঢাকা দিনেও বেড়েছে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৯:৩১:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শুক্রবার ভোর থেকেই সিলেটের আকাশ মেঘলা। ফজরের লগ্নে সামান্য গুঁিড় গুঁিড় বৃষ্টিও হয়েছে। কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। সিলেটের মতো দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়ার অবস্থা ছিলো এমনই। তবে এতে তাপমাত্রা কমেনি, বরং বেড়েছে তাপমাত্রা।
সিলেট নগরে সর্বনিম্ন তাপমাত্রা আড়াই ডিগ্রী বেড়েছে। বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রী, আর গতকাল শুক্রবার ১৬ দশমিক ৫ ডিগ্রী। রাজধানীতেও সর্বনিম্ন তাপমাত্রা গতকাল এক দিনের ব্যবধানে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবার দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থা আজও থাকতে পারে। তবে আগামী রবি ও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সিলেট ছাড়াও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আজ সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে।
চলতি জানুয়ারি মাসে মাত্র একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তা-ও এক দিন। গতকাল এই মেঘলা আবহাওয়ার মধ্যেও তাপমাত্রা তেমন কমল না। আজ শনিবারও তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে বলে জানিয়েছেন শাহনাজ সুলতানা। তিনি বলেন, রবি বা সোমবারে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তা শৈত্যপ্রবাহের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, আজ রাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তা আগামীকাল সকালেও কিছু এলাকায় থাকতে পারে। আর এ কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সামান্য ব্যাহত হতে পারে।
আজ কিছু এলাকায় কুয়াশা থাকলেও অনেক স্থানে মেঘলা আবহাওয়া না-ও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।