ছাতকে কুদ্দুস ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৭:২৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: আন্ত: জেলা ডাকাত দলের সর্দার আব্দুল কুদ্দুসকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুত্রুবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাতগাঁও ইউপি হায়দরপুর গ্রামের নিজ বাড়ী থেকে ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর টহল টিম এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে এসব দেশী অস্ত্র কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র হচ্ছে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ড্যামি হ্যান্ডকাপ ১টি, চাইনিজ চাপাতি ২ টি, ছুড়ি ২ টি, বল্লমসহ গত শনিবার সকালে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প থেকে তাকে থানায় হস্তান্তর করা হয়।
ওসি গোলাম কিবরিয়া হাসান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৪ জানুয়ারি রাতে আন্ত: জেলা ডাকাত সর্দার আব্দুস কুদ্দুসের নেতৃত্বে ছাতক ও জগন্নাথপুর আঞ্চলিক সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছিল।