ছাতক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১২:০৭ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে এহসানুল মাহবুব জুবায়েরকে আহ্বায়ক ও সাদেক আহমদকে সদস্য সচিব করে ১৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ ও সদস্য সচিব মেহেদী হাসান সাকিব স্বাক্ষরিত চিঠিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান, যুগ্ম আহবায়ক সাইফ উদ্দিন, মাহদি আশফাক, তাহমিদুর রহমান রিয়াদ, আবু বক্কর, খালেদ আহমেদ রাজেদ, মাসুদ আহমেদ, আব্দুল অজুদ, মাসুম বিল্লাহ, মো. সায়েম আহমদ, সায়েদ আহমদ, ফারহান আহমেদ, রায়হান আম্বিয়া, তুহিন আহমেদ ফাহিম, নাইমুর রসিদ, তাজিদুল ইসলাম, আরিফ আহমদ সাজু, নাসিম হাসান অভি, আরিয়ান অনি।
সিনিয়র যুগ্ম সদস্য রুহুল আমিন, যুগ্ম সদস্য সচিব জুবায়েদ আহমদ, তাজুল ইসলাম, রবিউল, মাহবুব বারী চৌধুরী নাজী, নুরুল আমিন সাদিক, ফাহিম আহমেদ, জয়নাল উদ্দিন, মাজেদ খান, মুস্তাকিম আহমদ শিপু, আখলাকুর রহমান, আহসান হাবিব, তুহিন আহমদ ফাহিম, মুসাদ্দিক আলি, আব্দুল্লাহ কুরাইশি জয়, আল ইমরান আবির, রিপন মিয়া প্রমুখ।