বাংলাদেশী সংস্কৃতির বিকাশে বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২০:০৪ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফেব্রুয়ারি হচ্ছে ভাষা বিজয়ের মাস। এই মাসের সাথে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবেগ জড়িত। পতিত ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছে। সিলেটের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের হঠাতে হবে। তরুণ প্রজন্মকে শুধু একাডেমিক শিক্ষায় নয়, প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের বই পাঠে আগ্রহী করে তুলতে হবে। বাঙ্গালী নয়, বাংলাদেশী সংস্কৃতির বিকাশ ঘটাতে বইমেলা আয়োজনের বিকল্প নেই।
তিনি শনিবার বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সাহিত্য ও সামাজিক সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি ও ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোজাম্মেল হক।
এর আগে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে।
আলোর অন্বেষনের সহ-সভাপতি দিলোয়ার হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমজেএইচ জামিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতী নেহাল আহমদ, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, মহাগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, বেলায়েত হোসেন মোহন, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আজম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বিমল দেবনাথ, ছায়াদ হোসেন সুজন, এডভোকেট সাফওয়ান আহমদ, বিশ^নাথ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এম এ কয়েস, বেসরকারী বিশ^বিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী জিসান, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা ও শহীদুল ইসলাম, লেখক কবি শফিকুল ইসলাম সোহাগ, আলোর অন্বেষণের সহ-সভাপতি নাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, শাল্লা বিএনপি নেতা ইমামুল হক, হাছন রাজা সাহিত্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আল-আমীন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমদ, জেলা ছাত্রদল নেতা জুবায়ের আহমদ, বিএনপি নেতা জুনেল আহমদ, সিলেটস্থ গৌরারং ইউনিয়ন পেশাজীবি কল্যাণ সমিতির সহ-সভাপতি রিয়াজ আলম, সাধারণ সম্পাদক সাদেক রশীদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক ও জসিম বুক হাউজের সত্তাধিকারী জসিম উদ্দিন প্রমূখ।
৫ দিনব্যাপী বইমেলা চলাকালে ধারাবাহিক কর্মসূচীর আয়োজন করেছে আলোর অন্বেষণ। কর্মসূচীর মধ্যে রয়েছে, ২ ফেব্রুয়ারী রোববার ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় ‘আগামীর বাংলাদেশ ও তারুণ্যের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর। ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মোড়ক উন্মোচন। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৩ ২০২৪ প্রদান অনুষ্ঠান। ৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৬টায় বইমেলা সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি