সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৪:৩৪ অপরাহ্ন
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, প্রচার সম্পাদক জুনেদুর রহমান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, কার্যকরী সদস্য আনহার উদ্দিন, মোহাম্মদ আব্দুল মোতালেব, মাহমুদ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক কামরান হোসেন।
সভায় সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা আলোচনা করা হয়। সভায় আগামী ২১শে ফেব্রেুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীদের সকল ন্যায্য দাবি আদায়ে ও শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি