প্রতিবন্ধীদের মধ্যে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৪:৪৫ অপরাহ্ন
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র এর উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।
জিডিএফ’র যুগ্ম মহাসচিব দেওয়ান সালামত রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জিন্দাবাজার শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র উপস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, জিডিএফ’র সদস্য ডাঃ মিফতাউল হোসেন সুইট, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সামছু, বাংলাদেশ ইক্যোয়ালিটি সোসাইটি’র নির্বাহী পরিচালক রোকসানা বেগম।
শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, জিডিএফ’র সদস্য শারমীন আক্তার রেবা, শিলন বেগম, জিডিএফ-ডিকেফ এর ট্রেজারার দিদার আহমদ, অন্ধ কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য ইমরানা আক্তার, শিক্ষক জয়দ্বীপ রায়, আফজাল শিকদার, সরুফা বেগম প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে দু’শতাধিক কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি