বড়লেখায় ‘আইডিয়া মেইকস মানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৩:৫৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সংস্কৃতিকর্মী ও ব্যবসায়ী জুনেদ রায়হান রিপন রচিত ‘আইডিয়া মেইকস মানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন সভা শনিবার দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয় নজরুল একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য দেন গ্রন্থের রচয়িতা নজরুল একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক ও সংস্কৃতিকর্মী জুনেদ রায়হান রিপন।
জুড়ী ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় মোড়ক উন্মোচনের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কথা সাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু। বিশেষ অতিথি ছিলেন ডেইলি ষ্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, কোরাস প্রকাশক ও কবি মোজাহিদ আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, লেখক ও কবি জিতেন্দ্র দাস জিতু, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, সাবেক প্রধান শিক্ষক রঞ্জিতা শর্মা, সাংবাদিক মস্তফা উদ্দিন, মাইকেল নংরুম, ব্যাংকার চিন্ময় দত্ত, সংস্কৃতিকর্মী সুপ্রিয় দাস, ব্যবসায়ি উজ্জল ঘোষ প্রমুখ।