আলীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৬:১৯ অপরাহ্ন
শনিবার বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক মুহিবুছ ছামাদ চৌধুরী ও কমরুননেছা চৌধুরী (এম কে সি) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সৌজন্যে বিয়ানীবাজার উপজেলার আলীনগরের ঐতিহ্যবাহী মাজরবাড়ি প্রাঙ্গণে দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়। এম কে সি ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন-এর অন্যতম ট্রাস্টি মঞ্জুরুস সামাদ চৌধুরী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সালেহ আহমেদ তাহলিল’র সার্বিক তত্বাবধানে এবং স্থানীয় সেচ্ছাসেবক ও স্কাউটের সহযোগিতায় পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী কর্তৃক হৃদরোগ, ডায়াবেটিস, সার্জারী, শিশু রোগ, গাইনী ও প্রসূতি সেবা, পাইলস-ফিস্টুলা সেবা এবং জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং, রক্ত স্বল্পতা পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এই সময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন-এর সিইও এন্ড এমডি মোহাম্মদ সাব উদ্দিন, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ১০ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা ক্যাম্পে আগত রোগীগণ বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের উদ্দোক্তা ও দাতাগণের জন্য প্রান ভরে দোয়া করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি