মানব সম্পদ তৈরি করায় লিডিং ইউনিভার্সিটির লক্ষ্য: রাগীব আলী
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৪:২০ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির স্প্রিং ২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির ৪টি অনুষদের ১১টি বিভাগের ১৭টি প্রোগ্রামের সহস্রাধিক নতুন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন অতিবাহিত করেন আনন্দমুখর পরিবেশে। শিক্ষার্থীদের সাথে বিপুল সংখ্যক অভিভাবকগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী বলেন, জ্ঞান অর্জনের জায়গা হলো বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে বিশ্ব সম্পর্কে জানার এবং নিজের দেশকে উন্নয়নের লক্ষ্যে নেতৃত্বদানে নিজেকে তৈরী করার সুযোগ।
এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সব সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে পর্যাপ্ত বাসের ব্যবস্থাপনা। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাদের মাধ্যমেই উন্নত আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে। তারা সুশিক্ষা না পেলে ভবিষ্যতে দেশ কঠিন অবস্থায় পরবে। দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করতেই লিডিং ইউনিভার্সিটির কাজ করে যাচ্ছে। শহর থেকে একটু দূরে সুন্দর পরিবেশে এর উত্তরোত্তর উন্নতি লাভ করছে।
লিডিং ইউনিভার্সিটিতে উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দক্ষ শিক্ষক ও ব্যবস্থাপনা বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এদেশে এখন অনেক কর্মক্ষেত্র তৈরি হয়েছে তাই উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিদেশ নয় দেশে থেকে নিজের দেশের উন্নয়নে ভুমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। তিনি নবীনদের স্বাগত জানিয়ে এ বিশ্ববিদ্যালয়ের সবাই একসাথে থাকার আশাবাদ ব্যক্ত করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা বলেন।
সিলেটের বিভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের এ শিক্ষার্থীরাই এ বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর মানব সম্পদ। তাই পড়াশোনা করে নিজের পরিবার এবং সিলেটসহ দেশের উন্নয়নে নিজেকে তৈরি করতে হবে আর তার জন্য উপযুক্ত শিক্ষা পরিবেশ এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে। পরিশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকসহ সবার সুস্বাস্থ ও সুন্দর জীবন কামনা করেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামেউর রহমান, পবিত্র গীতা পাঠ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৌমিত্র দাস এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শ্রাবন শেমবুগং।
পরবর্তীতে কালচারাল ক্লাবের সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালচারাল প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালচারাল ক্লাবের উপদেষ্টা ফরহাদ হোসেন। কালচারাল ক্লাবের সদস্য মেহেক ও শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় সংগীত শিল্পী আইডল ইমন, জেসমিন ঝুমা, বাউল বিরহী কালা মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার রাখী এবং আকরাম। বিজ্ঞপ্তি