তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি: কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৫:৫৪ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে দলীয়করণের প্রভাব রয়েছে। এ প্রভাবের কারণে যোগ্য খেলোয়াড়রা অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন ক্রীড়াঙ্গনে একটি অরাজনৈতিক ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এটি ক্রীড়ার মানোন্নয়নের পাশাপাশি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী নীতির মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনও এই ধ্বংসের শিকার হয়েছে। দলীয়করণের ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের সুযোগ হারিয়েছে। এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্য হতাশার। আমাদের তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার উপর গুরুত্ব দিয়েছেন। তার উদ্দেশ্য তরুণরা মাদক থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে তাদের মনোযোগ উন্নয়নমূলক কাজে নিবদ্ধ করবে।
তিনি শনিবার দক্ষিণ সুরমার ২৫ নং ওয়ার্ডের খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক জুম্মান আহমদ রিপনের পরিচালনায় বিশেষ অতিতি বক্তব্য রাখেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সহ-সভাপতি ফারুক আহমেদ, ড. ফয়সাল আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মোতাহের আলী মাখন, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল ও সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন আজিজুর রহমান বাবুল, মনসুর আলম, জসলু মিয়া, আজহার আলী অনিক। বিজ্ঞপ্তি