বিগত ১৭ বছর উন্নয়নের নামে লুটপাটতন্ত্র কায়েম করেছিলো আ.লীগ : বদরুজ্জামান সেলিম
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৮:৪৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম বলেছেন, আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে লুটপাট সহ জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। উন্নয়ন নামে হয়েছে লুটপাট। বিশেষ করে বিগত ১৭টি বছর ছিল লুটপাট, দুর্নীতি, অর্থ পাচারের একটা স্বর্ণযুগ। বাংলাদেশে উন্নয়নের নামে লুটপাটতন্ত্র কায়েম করেছিল আওয়ামী লীগ। যার কারণে দেশের মানুষ ফুঁসে উঠেছিল। গণতন্ত্রহীনতা, ভোটারহীনতা এবং মানুষের ন্যায়বিচার থেকে দূরে রাখার কারণে, মানবাধিকারকে পদদলিত করার কারণে মানুষ ফুঁসে উঠেছিল। ছাত্র-জনতাকে সামনে রেখে বিগত ৫ আগস্ট একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই গণঅভ্যুত্থানে মানুষের প্রত্যাশা পূরণ হবে সেই দিন যেদিন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি শনিবার জাফলং বাজারে গোয়াইনঘাট উপজেলার ৩ ও ৪ নং সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৪নং কালিডুড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুস শহিদের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, লেংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি