সিলেটে যুগান্তরের রজত জয়ন্তী উৎসব শুরু
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৩:৪৯ অপরাহ্ন
সিলেটে যুগান্তরের রজত জয়ন্তী উৎসবের সূচনা হয়েছে। এ উপলক্ষে শনিবার নগরীতে র্যালি বের করা হয়। র্যালি শেষে কেক কেটে রজত জয়ন্তী উৎসবের সূচনা ঘোষণা করা হয়। র্যালী ও কেক কাটা অনুষ্ঠানে সিলেটের সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকতা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা রজত জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, নানা ঘাত-প্রতিঘাত, রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের সন্ধানে অবিচল থাকা যুগান্তর ২৬ বছরে পদার্পণ করেছে। তারা প্রত্যাশা রাখেন, আগামিতেও যুগান্তর যেনো সত্যানুসন্ধানে থাকে।
দুই পর্বের আয়োজনে রাজনীতিকদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইযুম চৌধুরী, সিলেট জেলা বাসদ’র আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জাপা নেতা আব্দুস শহীদ লস্কর বশির, সাম্যবাদী দলের হাবিবুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি