১৮ লাখ টাকার ভারতীয় কমলাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩১:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অবৈধভাবে ভারত থেকে আনা কমলার (কেনু) বিশাল চালানসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার শাহপরান থানাধীন মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কমলাভর্তি ট্রাক জব্দসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রাজশাহী জেলার দামকুঁড়া থানার জালালপাড়া গ্রামের নৌশাদ আলীর ছেলে মাসুদ রানা (৩৩) ও একই জেলার কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের নাদের আলীর ছেলে জুয়েল বাবু (৩২)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মুরাদপুর থেকে ভারতীয় কমলা (কেনু) ভর্তি একটি ট্রাকসহ দুজনকে আটক করে। এসময় আটককৃত ৫১৬ ক্যারেট কমলার বাজার মূল্য প্রায় ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা। জব্দকৃত কমলাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।