হোটেল থেকে নারীসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৪:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার কদমতলী আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ১ নারীসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে কদমতলীস্থ হোটেল তিতাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার মির্জাপুর গ্রামের বিধু ভুষন দাসের ছেলে বিপ্লব দাস (২১), সুনামগঞ্জ সদর থানার নওরোজপুর গ্রামের ওসমান গনির ছেলে আব্দুর রহিম (২২), তাহিপুর থানার লাউরের গড় গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. নুর আলী (২৫) ও ইয়াসমিন বেগম (২৫)। তারা সকলেই বর্তমানে দক্ষিণ সুরমা এলাকায় বসবাস করছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।