লাক্কাতুরায় দুই জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৫:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরে দুই ‘শিলং তীর’ জুয়াড়িকে আটক হয়েছে গোয়েন্দা পুলিশের অভিযানে। শুক্রবার বিকেলে নগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের টিকেট কাউন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- লাক্কাতুড়া বরিশালপাড়ার শাহজাহান দেওয়ানের ছেলে জামাল দেওয়ান (৩০) ও একই এলাকার বিপুল দত্ত। এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার ডকুমেন্টস জব্দ করা হয়েছে।