শীতার্তদের পাশে দাঁড়ালে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় : ড. নূরুল ইসলাম বাবুল
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪:০৪ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সমাজের অসহায় মানুষেরা আমাদের আপনজন। তাদের বিপদে আপদে সবার আগে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এতে তারা যেমন উপকৃত হবে তেমনি সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। দেশে শীত বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষ কষ্টে দিনাতিপাত করছে। তাদের সাহায্যে সামর্থবানদের এগিয়ে আসা উচিত।
তিনি শুক্রবার রাতে নগরীর রাজারগলি এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাজসেবী কাজী মারুফ আহমদের সভাপতিত্বে ও ইসহাক আহমদ জহিরের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী পশ্চিম থানা আমীর মোঃ আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী নেতা নিয়াজ মু. আজিজুল করীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-১নং ওয়ার্ড সভাপতি মাজহারুল ইসলাম, সেক্রেটারি কামরুজ্জামান, জামায়াত নেতা তাহমীন কোরেশি, ফয়সল আহমদ, আব্দুল ওয়াদুদ, আহমদ আলী, শফিউল আলম ও মহররম আলী প্রমুখ। বিজ্ঞপ্তি