দিরাইয়ে দিনব্যাপী হাওর উৎসব
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৭:০৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সাত জেলার ৪৯টি উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে পালন করা হয়েছে বিশ্ব জলাভূমি দিবস। দিবস উপলক্ষে নানান কর্মসূচি নিয়ে রোববার সুনামগঞ্জের দিরাইয়ে দিনব্যাপী হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালনী নদীর তীরের উজানধল গ্রামের মাঠে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।
উৎসবে নদী ও হাওরের পলি ব্যবস্থাপনা ও পরিবেশের প্রভাব শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। মূল বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (অর্থ ও প্রশাসন) আবু সেলিম মাহমুদুল হাসান, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
উন্মুক্ত আলোচনাপর্বে হাওরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন সাত জেলার প্রতিনিধিরা। হাওরপাড়ের মানুষের জীবনমান, প্রকৃতি-পরিবেশের পরিকল্পিত উন্নয়নে পৃথক মন্ত্রনালয় গঠন, নদী খননসহ বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, পৃথক হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হোসেন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ওবায়দুল হক, স্থানীয় তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আহমদ, নেত্রকোনা জেলার বাসিন্দা কলেজ শিক্ষক হরলাল সরকার, কিশোরগঞ্জ জেলার হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক ইবাদুর রহমান, ব্রাক্ষনবাড়িয়া জেলার শামীম আহমদ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষক শেখ বাবুল মিয়া, সিলেটের এম এ রহিম, হবিগঞ্জের এম এ বাবুল প্রমূখ।
বিশ্ব জলাভূমি দিবসে হাওর উৎসব ঘিরে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, আলোকচিত্র প্রদর্শন, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, গম্ভীরা পরিবেশন, হাওরাঞ্চলের মরমি সাধক ও বাউলদের জনপ্রিয় গানের পরিবেশনা ভাটির গানের আসর ও প্রীতি ফুটবল খেলা।