বেকা সিলেট ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫২:২০ অপরাহ্ন
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার বিকেলে দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সহসভাপতি মোঃ আতিকুর রাজা চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরীর পরিচালনায় সভায় বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্তসমূহ এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন গৃহিত হয়। পরবর্তীতে ২০২৩-২৪ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সদস্যদের পদের বিপরীতে নিজ নিজ নাম প্রদানের আহবান জানান। কিন্তু উপস্থিত সদস্যগণ নির্বাচনে না গিয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেন। আলোচনা ক্রমে প্রধান নির্বাচন কমিশনার মেজর ড. তোফায়েল আহমেদ ২০২৫-২৬ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি- মোঃ মিজানুর রহমান, সহসভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী, সম্পাদক বিভাস রায়, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ এহিয়া, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুল লতিফ, দেলওয়ার হোসেন। কো-অপ্ট সদস্য ডাঃ এ এ এম শিহাব উদ্দিন, মোহাম্মদ জাকির হোসাইন, মোঃ ছদরুল ইসলাম, আব্দুর রহমান, রুহুল আমিন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ জামাল হোসেন, জুনায়েদ আহমেদ। উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, উপদেষ্টা মাহবুব ছোবহানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম.এ. মালেক খান, মেজর ড. তোফায়েল আহমেদ, অব. পুলিশ সুপার কাওসার আহমেদ হায়দরী, ড. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন, টি ইউ ও মোঃ মজির উদ্দিন। বিজ্ঞপ্তি